১ থিষলনীকীয় 4:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 কিন্তু যারা আল্লাহ্কে জানে না, সেই অ-ইহুদীদের মত কামাভিলাষে নয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যারা ঈশ্বরকে জানে না, এমন বিধর্মী লোকদের মতো জাগতিক কামনার বশে নয়; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 ঈশ্বরকে যারা জানে না এমন জাতির লোকদের মত কামনার বশে তোমরা চলো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যাহারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 বিজাতীয়রা, যারা ঈশ্বরকে জানে না তারা যেভাবে কামনা বাসনা দ্বারা চালিত হয়, সেইভাবে চলো না। অধ্যায় দেখুন |