১ থিষলনীকীয় 3:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর বাস্তবিক আমাদের ক্লেশ যে ঘটিবে, ইহা আমরা অগ্রে, যখন তোমাদের নিকটে ছিলাম, তখন তোমাদিগকে বলিয়াছিলাম; আর তাহাই ঘটিয়াছে, এবং তোমরা তাহা জান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর বাস্তবিক আমাদের প্রতি যে দুঃখ-কষ্ট ঘটবে সেই কথা আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন আগেই তোমাদেরকে বলেছিলাম, আর তা-ই ঘটেছে এবং তোমরা তা জান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 বাস্তবিক, তোমাদের সঙ্গে থাকার সময়েই আমরা বারবার তোমাদের বলেছিলাম যে, আমাদের অত্যাচারিত হতে হবে। আর তোমরা ভালোভাবেই জানো, সেভাবেই তা ঘটেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমরা তো জান যে এ সবই আমাদের জন্য নির্দিষ্ট। তোমাদের কাছে তাকতে আমরা আগেই তোমাদের বলেছিলাম, আমাদের নির্যাতন সহ্য করতে হবে এবং তোমরা জান, সেই রকমই ঘটেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর বাস্তবিক আমাদের ক্লেশ যে ঘটিবে, ইহা আমরা অগ্রে, যখন তোমাদের নিকটে ছিলাম, তখন তোমাদিগকে বলিয়াছিলাম; আর তাহাই ঘটিয়াছে, এবং তোমরা তাহা জান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে আমাদের সকলকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তোমরা জান যে আমরা যেমন বলেছিলাম তেমনিই হয়েছে। অধ্যায় দেখুন |