১ তীমথিয় 6:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 যেন পরের উপকার করে, সৎ ক্রিয়ারূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 যেন পরের উপকার করে, সৎ কাজরূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তাদের সৎকর্ম করতে আদেশ দাও, তারা যেন ভালো কাজে সমৃদ্ধ হয়ে উঠতে পারে, দানশীল হয় এবং নিজেদের সম্পদ অপরের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছুক হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 পরসেবায় ব্রতী হয়, সমৃদ্ধ হয়, সৎকর্মে সম্পদ উদার হৃদয়ে মুক্তহস্তে দান করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যেন পরের উপকার করে, সৎক্রিয়ারূপ ধনে ধনবান্ হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তারা যেন সৎ কাজ রূপ ধনে ধনী হয়ে ওঠে। তাদের উদার হতে ও সম্পদ ভাগ করে নিতে প্রস্তুত হতে বল। অধ্যায় দেখুন |