১ তীমথিয় 6:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 যাহা সেই পরমধন্য ও একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু, উপযুক্ত সময়-সমূহে প্রদর্শন করিবেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 সেই পরমধন্য ও একমাত্র শাসনকর্তা, বাদশাহ্দের বাদশাহ্ ও প্রভুদের প্রভু, উপযুক্ত সময়ে মসীহ্কে প্রকাশ করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 যা ঈশ্বর তাঁর উপযুক্ত সময়ে প্রদর্শন করবেন—যিনি পরমধন্য, একমাত্র সম্রাট, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 নির্ধারিত সময়ে সেই আবির্ভাব ঘটাবেন ঈশ্বর। ধন্য তিনি! অদ্বিতীয় বিক্রমশালী রাজাধিরাজ, প্রভুদের প্রভু, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 যাহা সেই পরমধন্য ও একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু, উপযুক্ত সময়-সমূহে প্রদর্শন করিবেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 নিরুপিত সময়ে ঈশ্বর এসমস্ত সম্পন্ন করবেন; তিনি সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র শাসনকর্তা যিনি রাজার রাজা ও প্রভুর প্রভু। অধ্যায় দেখুন |