১ তীমথিয় 5:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 এই সমস্ত আজ্ঞা কর, যেন তাহারা অনিন্দনীয় হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 এ সব বিষয়ে হুকুম কর, যেন তারা অনিন্দনীয় হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তুমি তাদের এই শিক্ষা দাও, যেন কেউ তাদের নিন্দা করার সুযোগ না পায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 এদের তুমি শিক্ষা দেবে যাতে এদের দোষত্রুটি কেউ না ধরতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 এই সমস্ত আজ্ঞা কর, যেন তাহারা অনিন্দনীয় হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এইসব নির্দেশ তুমি বিশ্বাসীদের মনে করিয়ে দাও, যাতে কারো কোন বদনাম না হয়। অধ্যায় দেখুন |