১ তীমথিয় 5:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 সৎকর্মও তদ্রূপ সুস্পষ্ট; আর যাহা যাহা অন্যবিধ, সেইগুলি গুপ্ত রাখিতে পারা যায় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সৎকর্মও সেরকম সুস্পষ্ট; আর যা যা স্পষ্ট নয়, সেগুলো গুপ্ত থাকে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 একইভাবে, সৎ কর্মগুলি সুস্পষ্ট দেখা যায়, এমনকি, যদি নাও দেখা যায়, সেগুলি ঢেকে রাখা যায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তেমনি কিছু সৎ কাজ সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে পড়ে এবং যা প্রকাশ পায় না তাও গোপন থাকে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সৎকর্ম্মও তদ্রূপ সুস্পষ্ট; আর যাহা যাহা অন্যবিধ, সেগুলি গুপ্ত রাখিতে পারা যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 অনুরূপভাবে মানুষের সৎ কাজও সহজে প্রকাশ পায়। এমনকি তাদের স্পষ্টভাবে দেখা না গেলেও তাদের চিরদিন ঢেকে রাখা যায় না। অধ্যায় দেখুন |