১ তীমথিয় 5:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 ইহা ছাড়া তাহারা বাড়ী বাড়ী ঘুরিয়া বেড়াইয়া অলস হইতে শিখে; কেবল অলসও নয়, বরং বাচাল ও অনধিকার-চর্চাকারিণী হইতে ও অনুচিত কথা কহিতে শিখে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এছাড়া, তারা বাড়িতে বাড়িতে ঘুরে বেড়িয়ে অলস হতে শেখে; কেবল অলসও নয়, বরং বাচাল ও অনধিকার চর্চাকারিণী হতে ও অনুচিত কথা বলতে শিখে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 এছাড়া তারা অলসতায় জীবনযাপন করতে এবং বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে পড়ে। তারা যে শুধু অলসই হয়, তা নয়, তারা অনধিকারচর্চা এবং কুৎসা-রটনা করে যা বলা উচিত নয়, এমন কথা বলে বেড়ায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তাছাড়া বাড়ি বাড়ি ঘুরে তারা গল্প গুজবে অযথা সময় নষ্ট করে, শুধু তাই নয়, তারা পরের নামে কুৎসা করে এবং যেসব কথা বলা উচিত নয় সেইসব কথা আলোচনা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 ইহা ছাড়া তাহারা বাড়ী বাড়ী ঘুরিয়া বেড়াইয়া অলস হইতে শিখে; কেবল অলসও নয়, বরং বাচাল ও অনধিকারচর্চ্চাকারিণী হইতে ও অনুচিত কথা কহিতে শিখে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এ ছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে বেড়িয়ে অলস হতে শেখে, কেবল অলসই নয়, বরং বাচাল এবং অনধিকার চর্চা করতে ও যে কথা বলা উচিত নয় সেই কথা বলতে শেখে। অধ্যায় দেখুন |