১ করিন্থীয় 6:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকেও উঠাইবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর আল্লাহ্ আপন পরাক্রম দ্বারা প্রভুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন, আমাদেরকেও পুনরুত্থিত করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 ঈশ্বর তাঁর পরাক্রমের দ্বারা প্রভুকে মৃত্যু থেকে উত্থাপিত করেছেন এবং তিনি আমাদেরও উত্থাপিত করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ঈশ্বর প্রভুকে পুনরুত্থিত করেছেন এবং আপন ক্ষমতাবলে আমাদেরও পুনরুত্থিত করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকেও উঠাইবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভু যীশুকে মৃতদের মধ্য থেকে উত্থিত করেছেন, তিনি আমাদেরও ওঠাবেন। অধ্যায় দেখুন |