১ করিন্থীয় 3:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আর রোপক ও সেচক উভয়েই এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর রোপক ও সেচক উভয়েই এক এবং যার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 যে বীজবপন করে এবং যে জল দেয়, তাদের উদ্দেশ্য একই থাকে। তাই প্রত্যেক ব্যক্তি, যে যেমন পরিশ্রম করে, সেই অনুযায়ী পুরস্কৃত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 প্রত্যেকেই একই উদ্দেশ্যে কাজ করে। রোপক ও সেচক, প্রত্যেকেই তাদের শ্রম অনুযায়ী মজুরী লাভ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর রোপক ও সেচক উভয়েই এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 যে বীজ বোনে ও যে জল দেয় তাদের উদ্দেশ্য এক; তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে। অধ্যায় দেখুন |