১ করিন্থীয় 3:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 যে যাহা গাঁথিয়াছে, তাহার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যে যা গেঁথেছে, তার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সে যা নির্মাণ করেছে, তা যদি থেকে যায়, সে তার পুরস্কার লাভ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মূল ভিত্তির উপরে যার গঠনকর্ম স্থায়ী হবে সে হবে পুরস্কৃত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যে যাহা গাঁথিয়াছে, তাহার সেই কর্ম্ম যদি থাকে, তবে সে বেতন পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যে যা গেঁথেছে তা যদি টিকে থাকে তবে সে পুরস্কার পাবে, অধ্যায় দেখুন |