১ করিন্থীয় 16:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 কারণ তাঁহারা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করিয়াছেন। অতএব তোমরা এই প্রকার লোকদিগকে চিনিয়া মান্য করিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 কারণ তাঁরা আমার এবং তোমাদেরও রূহ্কে সজীব করেছেন। অতএব তোমরা এই প্রকার লোকদের চিনে মান্য করো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 এর কারণ হল, তাঁরা আমার ও সেই সঙ্গে তোমাদেরও আত্মাকে অনুপ্রাণিত করেছেন। এই ধরনের লোকেরা স্বীকৃতি পাওয়ার যোগ্য। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তাঁরা নিঃসন্দেহে আমার এবং তোমাদের সকলকেই অনুপ্রাণিত করেছেন। এই ধরণের লোকদের যথাযোগ্য স্বীকৃতি দেওয়া উচিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কারণ তাঁহারা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করিয়াছেন। অতএব তোমরা এই প্রকার লোকদিগকে চিনিয়া মান্য করিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তাঁরা তোমাদের মতো আমার আত্মাকে তৃপ্ত করেছেন। তাই তোমরা এরূপ লোকদের চিনতে ভুল করো না। অধ্যায় দেখুন |