১ করিন্থীয় 16:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তোমরাও এই প্রকার লোকদের, এবং যত জন কার্যে সাহায্য করেন, ও পরিশ্রম করেন, সেই সকলের বশবর্তী হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তোমরাও এই প্রকার লোকদের এবং যত জন এই কাজে সাহায্য করেন ও পরিশ্রম করেন তাদের অধীনতা স্বীকার কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তোমরা এইসব লোকদের এবং যতজন কাজে যুক্ত হয় ও পরিশ্রম করে, তাঁদের প্রত্যেকের বাধ্য হও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 আমার একান্ত অনুরোধ তোমরা এই ধরণের লোকদের এবং যাঁরা তাঁদের সহকারী ও কঠোর পরিশ্রম করেছেন তাঁদের বাধ্য থেক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তোমরাও এই প্রকার লোকদের, এবং যত জন কার্য্যে সাহায্য করেন, ও পরিশ্রম করেন, সেই সকলের বশবর্ত্তী হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তোমরা এইরকম লোকদের, যারা প্রভুর সেবায় নিযুক্ত আছেন, তাঁদের নেতৃত্ব মেনে নাও। অধ্যায় দেখুন |