১ করিন্থীয় 15:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 আর ঈশ্বর তাহাকে যে দেহ দিতে ইচ্ছা করেন, তাহাই দেন; আর তিনি প্রত্যেক বীজকে তাহার নিজের দেহ দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর আল্লাহ্ তাকে যে দেহ দিতে ইচ্ছা করলেন, তা-ই দেন; আর তিনি প্রত্যেক বীজকে তার নিজের দেহ দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 কিন্তু ঈশ্বর যেমন নির্ধারণ করেছেন, তেমনই তার দেহ দান করেন এবং প্রত্যেক প্রকারের বীজকে তার নিজ নিজ দেহ দান করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 ঈশ্বর সেটিকে আপন ইচ্ছানুযায়ী রূপ দেন। প্রত্যেক জাতের বীজকে তার নিজস্ব রূপ তিনি দান করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর ঈশ্বর তাহাকে যে দেহ দিতে ইচ্ছা করিলেন, তাহাই দেন; আর তিনি প্রত্যেক বীজকে তাহার নিজের দেহ দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 তারপর ঈশ্বরের ইচ্ছানুসারে তিনি তার জন্য একটা দেহ দেন। প্রতিটি বীজের জন্য তাদের নিজের নিজের দেহ দেন। অধ্যায় দেখুন |