১ করিন্থীয় 15:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলীক, এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর মসীহ্ যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তা হলে তোমাদের ঈমান মিথ্যা, এখনও তোমরা নিজ নিজ গুনাহের মধ্যে রয়েছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আর যদি খ্রীষ্ট উত্থাপিত না হয়েছেন, তোমাদের বিশ্বাস নিরর্থক, তোমরা এখনও তোমাদের পাপের মধ্যে রয়েছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আর খ্রীষ্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন তাহলে তোমাদের বিশ্বাস অলীক এবং তোমরা এখনও তোমাদের পুরাতন পাপে আবদ্ধ রয়েছ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলীক, এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আর খ্রীষ্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তাহলে তোমাদের বিশ্বাসের কোন মূল্য নেই, তোমরা এখনও তোমাদের পাপের মধ্যেই আছ। অধ্যায় দেখুন |