১ করিন্থীয় 14:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 কেননা আল্লাহ্ গোলযোগের আল্লাহ্ নন, কিন্তু শান্তির আল্লাহ্। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নন, কিন্তু শান্তির যেমন পবিত্রগণের সমস্ত মণ্ডলীতে হয়ে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 আমাদের মধ্যে বিশৃঙ্খলা ঈশ্বরের অভিপ্রেত নয়। তিনি শান্তির ঈশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 কারণ ঈশ্বর কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, তিনি শান্তির ঈশ্বর, যা ঈশ্বরের পবিত্র লোকদের মণ্ডলীগুলিতে সত্য। অধ্যায় দেখুন |