Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 12:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 পা যদি বলে, আমি ত হাত নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 পা যদি বলে, আমি তো হাত নই, সেজন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ নয়, এমন নয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 পা যদি বলে, “যেহেতু আমি হাত নই, তাই দেহের অংশ নই,” সেই কারণে যে সে দেহের অংশ হবে না, তা নয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 পা যদি বলে, যেহেতু আমি হাত নই সেজন্য আমি দেহের অংশ নই —কিন্তু এই কারণেই সে যে দেহের অংশ নয়, এমন নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 পা যদি বলে, আমি ত হাত নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 পা যদি বলে, “আমি তো হাত নই; তাই আমি দেহের অঙ্গ নই,” তবে কি তা দেহের অঙ্গ হবে না?

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 12:15
4 ক্রস রেফারেন্স  

ইস্রায়েল-রাজ যিহোয়াশ যিহূদা-রাজ অমৎসিয়ের নিকটে লোক পাঠাইয়া কহিলেন, লিবানোনস্থ শিয়ালকাঁটা লিবানোনস্থ এরস বৃক্ষের নিকটে বলিয়া পাঠাইল, আমার পুত্রের সহিত তোমার কন্যার বিবাহ দেও; ইতিমধ্যে লিবানোনস্থ এক বন্য পশু চলিতে চলিতে সেই শিয়ালকাঁটা দলাইয়া ফেলিল।


আর বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক অঙ্গের সমষ্টি।


আর কর্ণ যদি বলে, আমি ত চক্ষু নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন