১ করিন্থীয় 11:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 অতএব, হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন ভোজন করিবার জন্য সমবেত হও, তখন একজন অন্যের অপেক্ষা করিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 অতএব, হে আমার ভাইয়েরা, তোমরা যখন ভোজন করার জন্য জমায়েত হও, তখন একজন অন্যের অপেক্ষা করো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 তাই, আমার ভাইবোনেরা, তোমরা যখন প্রভুর ভোজের জন্য সমবেত হও, পরস্পরের জন্য অপেক্ষা করো। কেউ ক্ষুধার্ত থাকলে সে তার নিজের বাড়িতেই আহার করুক, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 সুতরাং বন্ধুগণ, তোমরা যখন প্রভুর ভোজের জন্য একত্র হবে তখন পরস্পরের জন্য অপেক্ষা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 অতএব, হে আমার ভ্রাতৃগণ তোমরা যখন ভোজন করিবার জন্য সমবেত হও, তখন এক জন অন্যের অপেক্ষা করিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 তাই, আমার ভাই ও বোনেরা, তোমরা যখন খাওয়া-দাওয়া করার জন্য সমবেত হও, তখন একজন অন্য জনের জন্য অপেক্ষা করো। অধ্যায় দেখুন |