১ করিন্থীয় 1:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 ঈশ্বরের ধন্যবাদ করি যে, আমি তোমাদের মধ্যে ক্রীসপ ও গায়ঃ ব্যতীত আর কাহাকেও বাপ্তাইজ করি নাই, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আল্লাহ্র শুকরিয়া করি যে, আমি তোমাদের মধ্যে ক্রীসপ ও গায়ঃ ব্যতীত আর কাউকেও বাপ্তিস্ম দেই নি, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, ক্রীষ্প ও গায়ো ছাড়া তোমাদের মধ্যে আমি কাউকে বাপ্তিষ্ম দিইনি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ঈশ্বরকে ধন্যবাদ, যে তোমাদের মধ্যে কেবলমাত্র ক্রিসপাস্ ও গাইয়াস ছাড়া আর কাউকে আমি দীক্ষা দিই নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ঈশ্বরের ধন্যবাদ করি যে, আমি তোমাদের মধ্যে ক্রীষ্প ও গায়ঃ ব্যতীত আর কাহাকেও বাপ্তাইজ করি নাই, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে, আমি ক্রীষ্প ও গায়ঃ ছাড়া তোমাদের আর কাউকে বাপ্তিস্ম দিই নি। অধ্যায় দেখুন |