হোশেয় 9:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 ইফ্রয়িমের গৌরব পক্ষীর ন্যায় উড়িয়া যাইবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারণ হইবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আফরাহীমের গৌরব পাখির মত উড়ে যাবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারণ হবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 ইফ্রয়িমের গৌরব পাখির মতো উড়ে যাবে, প্রসব, গর্ভাবস্থা, গর্ভধারণ কিছুই হবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 ইসরায়েলের মহত্ত্ব ও মর্যাদা পাখির মত উড়ে পালাবে, তাদের আর কোন সন্তানের জন্ম হবে না, নারীরা গর্ভধারণ করবে না বা গর্ভাধানও হবে না, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 ইফ্রয়িমের গৌরব পক্ষীর ন্যায় উড়িয়া যাইবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারন হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 “একটি পাখীর মতোই ইফ্রয়িমের মহিমা উড়ে যাবে। সেখানে আর কেউ গর্ভবতী হবে না। কোন জন্ম হবে না, কোন শিশু থাকবে না। অধ্যায় দেখুন |