হোশেয় 4:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 বায়ু আপন পক্ষদ্বয়ে সেই জাতিকে তুলিয়াছে, তাহাতে তাহারা আপনাদের যজ্ঞের বিষয়ে লজ্জিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 বায়ু তার পক্ষদ্বয়ে সেই জাতিকে তুলেছে, তাতে তারা নিজেদের কোরবানীর বিষয়ে লজ্জিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 এক ঘূর্ণিবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে, এবং তাদের নৈবেদ্যগুলি তাদের জন্য বয়ে আনবে লজ্জা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তাদের উড়িয়ে নিয়ে যাবে এক প্রচণ্ড ঝড়, তখনই তাদের যাগযজ্ঞের জন্য লজ্জিত হবে তারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 বায়ু আপন পক্ষদ্বয়ে সেই জাতিকে তুলিয়াছে, তাহাতে তাহারা আপনাদের যজ্ঞের বিষয়ে লজ্জিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 বাতাস তার পাখা দিয়ে তাদের বিরক্ত করে। তাদের উৎসর্গ তাদের কাছে লজ্জা আনবে। অধ্যায় দেখুন |