হোশেয় 2:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 আমি আপনার জন্য তাহাকে দেশে রোপণ করিব, ও যে ‘অনুকম্পিতা নয়,’ তাহাকে অনুকম্পা করিব, এবং যে ‘আমার প্রজা নয়,’ তাহাকে বলিব, তুমি আমার প্রজা, এবং সে বলিবে, তুমি আমার ঈশ্বর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 আমি নিজের জন্য তাকে দেশে রোপণ করবো, যে ‘অনুকম্পিতা নয়,’ তাকে অনুকম্পা করবো এবং যে ‘আমার লোক নয়,’ তাকে বলবো, তুমি আমার লোক এবং সে বলবে, তুমি আমার আল্লাহ্। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 আমি আমারই জন্য তাকে দেশের মধ্যে রোপণ করব; তাঁর প্রতি আমি আমার প্রেম প্রদর্শন করব, যাকে এক সময় বলেছিলাম, ‘তুমি আমার প্রিয়পাত্রী নও।’ যাদের আমি এক সময় বলেছিলাম, ‘আমার প্রজা নও,’ তাদের আমি বলব, ‘তোমরা আমার প্রজা’; আর তারা বলবে, ‘তুমি আমার ঈশ্বর।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 আমি নিজ উদ্দেশ্য সাধনের জন্য তাকে রোপণ করব দেশে। যে অনুগৃহীতা নয়, সে লাভ করবেআমার অনুগ্রহ, যে আমার প্রজা নয়, তাকে আমি বলব ‘তুমিই আমার প্রজা’; আর সে তখন বলবে, ‘তুমিই আমার ঈশ্বর’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আমি আপনার জন্য তাহাকে দেশে রোপন করিব, ও যে ‘অনুকম্পিতা নয়,’ তাহাকে অনুকম্পা করিব, এবং যে ‘আমার প্রজা নয়,’ তাহাকে বলিব, তুমি আমার প্রজা, এবং সে বলিবে, তুমি আমার ঈশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 আমি তার জমিতে বহু বীজ বপন করব। লো-রুহামাকে আমি কৃপা দেখাবো। লো-অম্মিকে, আমি বলব, ‘তুমি আমার লোক’ এবং তারা আমাকে বলবে, ‘আপনি আমাদের ঈশ্বর।’” অধ্যায় দেখুন |