হোশেয় 13:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 এই জন্য আমি তাহাদের পক্ষে সিংহের ন্যায় হইলাম, চিতাব্যাঘ্রের ন্যায় আমি পথের পার্শ্বে অপেক্ষায় থাকিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 এজন্য আমি তাদের পক্ষে সিংহের মত হলাম, চিতাবাঘের মত আমি পথের পাশে অপেক্ষায় থাকব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব, চিতাবাঘের মতো আমি পথে ওৎ পেতে থাকব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 অতএব তোমাদের আমি সিংহের মত আক্রমণ করব, চিতাবাঘের মত ওৎ পেতে থাকব তোমাদের পথের ধারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 এই জন্য আমি তাহাদের পক্ষে সিংহের ন্যায় হইলাম; চিতাব্যাঘ্রের ন্যায় আমি পথের পার্শ্বে অপেক্ষায় থাকিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “সেজন্য আমি তাদের কাছে সিংহের মতোই হব। আমি চিতাবাঘের মতোই রাস্তায় অপেক্ষা করব। অধ্যায় দেখুন |