হোশেয় 12:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 কিন্তু আমিই মিসর দেশ অবধি তোমার ঈশ্বর সদাপ্রভু; আমি পর্বদিনের ন্যায় তোমাকে পুনর্বার তাম্বুতে বাস করাইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 কিন্তু আমিই মিসর দেশ থেকে তোমার আল্লাহ্ মাবুদ; আমি নির্দিষ্ট ঈদের দিনের মত তোমাকে পুনর্বার তাঁবুতে বাস করাব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 “আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাকে মিশর থেকে মুক্ত করে এনেছে; আমি তোমাকে আবার তাঁবুতে বসবাস করাব, যেমন তুমি তোমার নির্ধারিত উৎসবের দিনগুলিতে করতে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তোমরা যখন মিশরে ছিলে তখন থেকেই আমি প্রভু পরমেশ্বর তোমাদের ঈশ্বর। মরুপ্রান্তরে যেমন তোমরা তাঁবুতে থাকতে তেমনি আবার আমি তোমাদের তাঁবুতে বাস করাব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 কিন্তু আমিই মিসর দেশ অবধি তোমার ঈশ্বর সদাপ্রভু; আমি পর্ব্বদিনের ন্যায় তোমাকে পুনর্ব্বার তাম্বুতে বাস করাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “কিন্তু মিশরের ভূমিতে তোমরা যতদিন ছিলে ততদিন আমিই তোমাদের প্রভু, ঈশ্বর ছিলাম। ঈশ্বর সমাগম তাঁবুতে থাকার সময়ের মতো আমি তোমাদের তাঁবুতে বাস করবার ব্যবস্থা করব। অধ্যায় দেখুন |