Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 12:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর; সদাপ্রভু তাঁহার স্মরণীয় [নাম]।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 মাবুদ বাহিনীগণের আল্লাহ্‌; মাবুদ তাঁর স্মরণীয় নাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তিনি সর্বশক্তিমান সদাপ্রভু, সদাপ্রভুই তাঁর স্মরণীয় নাম!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সর্বাধিপতি প্রভু তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর; সদাপ্রভু তাঁহার স্মরণীয় [নাম]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 হ্যাঁ, সৈন্যবাহিনীর ঈশ্বর হচ্ছেন যিহোবা। তাঁর নাম যিহোবা (প্রভু)।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 12:5
7 ক্রস রেফারেন্স  

ঈশ্বর মোশিকে আরও কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানদিগকে এই কথা বলিও, যিহোবা [সদাপ্রভু], তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন; আমার এই নাম অনন্তকালস্থায়ী, এবং এতদ্দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়।


আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না।


হে সদাপ্রভু, তোমার নাম অনন্তকালস্থায়ী, হে সদাপ্রভু, তোমার স্মরণ পুরুষানুক্রমে স্থায়ী।


তখন যাকোব সেই স্থানের নাম পনূয়েল [ঈশ্বরের মুখ] রাখিলেন; কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখি হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল।


পরে নিদ্রাভঙ্গ হইলে যাকোব কহিলেন, অবশ্য এই স্থানে সদাপ্রভু আছেন, আর আমি তাহা জ্ঞাত ছিলাম না।


হে সদাপ্রভুর সাধুগণ, তাঁহার উদ্দেশে সঙ্গীত কর, তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।


পদ্দন্‌-অরাম হইতে যাকোব ফিরিয়া আসিলে ঈশ্বর তাঁহাকে পুনর্বার দর্শন দিয়া আশীর্বাদ করিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন