হোশেয় 10:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 হে ইস্রায়েল, গিবিয়ার সময় অবধি তুমি পাপ করিয়া আসিতেছ; [তোমার] লোকেরা সেই স্থানে দাঁড়াইয়া রহিয়াছে; অন্যায়ী বংশের প্রতিকূলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাহাদিগকে ধরিবে না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 হে ইসরাইল, গিবিয়ার সময় থেকে তুমি গুনাহ্ করে আসছ; তোমার লোকেরা সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে; অন্যায়ী বংশের প্রতিকুলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাদেরকে ধরবে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 “হে ইস্রায়েল, গিবিয়ার সময় থেকে তোমরা পাপ করেছ, আর তোমরা সেখানেই থেকে গিয়েছ। তাই যুদ্ধ গিবিয়ার দুষ্কর্মকারীদের নাগাল কি পাবে না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 প্রভু পরমেশ্বর বলেন, ইসরায়েলকুল গিবিয়াতে আমার বিরুদ্ধে যা পাপাচরণ শুরু করেছিল, আজও তা ক্ষান্ত হয়নি। অতএব গিবিয়ার যুদ্ধেই তারা পরাস্ত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 হে ইস্রায়েল, গিবিয়ার সময় অবধি তুমি পাপ করিয়া আসিতেছ; [তোমার] লোকেরা সেই স্থানে দাঁড়াইয়া রহিয়াছে; অন্যায়ী বংশের প্রতিকূলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাহাদিগকে ধরিবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “ইস্রায়েল, তুমি গিবিয়ার সময় থেকে পাপ কাজ করেছো। (ওই লোকেরা সেখানে পাপ কাজ চালিয়ে গেছে।) গিবিয়াতে সত্যিই ওই মন্দ লোকেরা যুদ্ধের মুখে পড়বে। অধ্যায় দেখুন |