হোশেয় 1:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 পরে সে লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করাইয়া গর্ভবতী হইল, এবং এক পুত্র প্রসব করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে সে লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করিয়ে গর্ভবতী হল এবং একটি পুত্র প্রসব করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 গোমর লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করানোর পরে তার আর একটি পুত্র হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 লো-রুহামা স্তন্যত্যাগ করার পর সেই নারী আর একটি পুত্রের জননী হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে সে লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করাইয়া গর্ভবতী হইল, এবং এক পুত্র প্রসব করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 লো-রুহামার লালন-পালন শেষ করার পর, গোমর আবার গর্ভবতী হল। সে একটি শিশু পুত্রের জন্ম দিল। অধ্যায় দেখুন |