হোশেয় 1:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 কিন্তু যিহূদা-কুলের প্রতি অনুকম্পা করিব, এবং তাহাদিগকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব; ধনু কি খড়্গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কিন্তু এহুদা-কুলের প্রতি অনুকম্পা করবো এবং তাদেরকে তাদের আল্লাহ্ মাবুদ উদ্ধার করবেন; ধনুক বা তলোয়ার বা যুদ্ধ বা ঘোড়া বা ঘোড়সওয়ার দ্বারা উদ্ধার করবো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 কিন্তু যিহূদা কুলের প্রতি আমি আমার ভালোবাসা প্রদর্শন করব। আমি তাদের উদ্ধার করব, তির, তরোয়াল বা যুদ্ধের দ্বারা নয়, অশ্ব বা অশ্বারোহীদের দ্বারাও নয়, কিন্তু তাদের ঈশ্বর সদাপ্রভুর দ্বারা।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিন্তু যিহুদাকুলের প্রতি আমি কৃপাপরবশ হব, তাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাদের উদ্ধার করবেন। কিন্তু আমি তীরধনুক, তরবারি, যুদ্ধবিগ্রহ, অশ্ব ও অশ্বারোহীদের সাহায্যে তাদের উদ্ধার করব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কিন্তু যিহূদা-কুলের প্রতি অনুকম্পা করিব, এবং তাহাদিগকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব; ধনু কি খড়্গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 কিন্তু আমি যিহূদা জাতির প্রতি করুণা দেখাব। আমি যিহূদা জাতিকে রক্ষা করবো। আমি তাদের রক্ষা করার জন্য ধনুক অথবা তরবারি ব্যবহার করব না। আমি তাদের রক্ষা করার জন্য যুদ্ধের ঘোড়া অথবা সৈন্য ব্যবহার করব না। আমি আমার নিজের ক্ষমতা বলে তাদের রক্ষা করব।” অধ্যায় দেখুন |