হিতোপ 9:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 সে আপন পশুদিগকে মারিয়াছে; দ্রাক্ষারস মিশ্রিত করিয়াছে, সে আপন মেজও সাজাইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 সে তার পশুদেরকে মেরেছে; আঙ্গুর-রস মিশানো হয়েছে, সে তার মেজও সাজিয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 সে ভূরিভোজনের ব্যবস্থা করেছে ও দ্রাক্ষারস মিশিয়ে রেখেছে সে তার টেবিলও সাজিয়ে রেখেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ভোজের জন্য সে পশু হনন করেছে, সুরা প্রস্তুত করেছে, পেতেছে আসন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 সে আপন পশুদিগকে মারিয়াছে; দ্রাক্ষারস মিশ্রিত করিয়াছে, সে আপন মেজও সাজাইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 সে (জ্ঞান) মাংস রান্না করল এবং দ্রাক্ষারস তৈরী করল। সে খাওয়ার টেবিলটি সাজিয়ে রেখেছে। অধ্যায় দেখুন |