Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 9:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

14 সে তাহার গৃহ-দ্বারে বসে, নগরের উচ্চস্থানে আসন পাতিয়া বসে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 সে তার গৃহ-দ্বারে বসে, নগরের উঁচু স্থানে আসন পেতে বসে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 সে তার বাড়ির দরজায় বসে থাকে, নগরের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে আসন পেতে বসে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 সে তার ঘরের দরজায় বসে থাকে, নগরকেন্দ্রে গিয়ে আসন পাতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 সে আপনার গৃহ-দ্বারে বসে, নগরের উচ্চস্থানে আসন পাতিয়া বসে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 সে নিজের ঘরের দরজায় বসে থাকে। সে শহরের উচ্চতম স্থলে নিজের আসনের ওপর বসে থাকে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 9:14
6 ক্রস রেফারেন্স  

সে আপন দাসীদিগকে পাঠাইয়াছে, সে নগরের উচ্চতম স্থান হইতে ডাকিয়া বলে,


তুমি সেই স্ত্রী হইতে তোমার পথ দূরে রাখ, তাহার গৃহ-দ্বারের কাছে যাইও না;


সে পথের পার্শ্বস্থ উচ্চস্থানের চূড়ায়, মার্গ সকলের সংযোগস্থানে দাঁড়ায়;


সে পথিকদিগকে ডাকে, সরলপথ-গামীদিগকে ডাকে,


প্রত্যেক পথের মস্তকে তুমি আপনার উচ্চস্থান নির্মাণ করিয়াছ, আপন সৌন্দর্যকে ঘৃণার্হ বস্তু করিয়াছ, প্রত্যেক পথিকের জন্য আপনার পা খুলিয়া দিয়াছ, এবং আপন বেশ্যাক্রিয়া বাড়াইয়াছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন