হিতোপ 8:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 সে পুরদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে, দ্বারের প্রবেশ-স্থানে থাকিয়া উচ্চৈঃস্বরে বলে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 সে তোরণদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে, দ্বারের প্রবেশ-স্থানে থেকে উচ্চৈঃস্বরে বলে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 যে দরজা দিয়ে নগরে ঢোকা হয়, তার পাশে দাঁড়িয়ে, প্রবেশদ্বারে দাঁড়িয়ে, সে জোরে চিৎকার করে: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 নগর তোরণে দাঁড়িয়ে সে চীৎকার করে সবাইকে ডাকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 সে পুরদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে, দ্বারের প্রবেশ-স্থানে থাকিয়া উচ্চৈঃস্বরে কহে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 সে নগরের প্রধান ফটকগুলির সামনে দাঁড়িয়ে আছে। সেখান থেকেই সে উচ্চস্বরে ডাক দিচ্ছে। অধ্যায় দেখুন |