হিতোপ 8:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 যখন তিনি ঊর্ধ্বস্থ আকাশ দৃঢ়রূপে নির্মাণ করিলেন, যখন জলধির প্রবাহ সকল প্রবল হইল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 যখন তিনি ঊর্ধ্বস্থ আসমান দৃঢ়ভাবে নির্মাণ করলেন, যখন জলধির প্রবাহগুলো প্রবল হল, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 যখন তিনি ঊর্ধ্বস্থ মেঘরাশি স্থাপন করলেন ও অতল জলরাশির উৎসগুলি শক্ত করে বেঁধে দিলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 বিন্যস্ত করলেন ঊর্ধ্ব গগনে মেঘের চন্দ্রাতপ, যখন উন্মুক্ত করলেন জলধিগর্ভের উৎসগুলি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 যখন তিনি ঊর্দ্ধস্থ আকাশ দৃঢ়রূপে নির্ম্মাণ করিলেন, যখন জলধির প্রবাহ সকল প্রবল হইল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 মেঘ সৃষ্টির আগে আমি রূপ পেয়েছিলাম। ঈশ্বর যখন সাগরে জল ঢালছিলেন, আমি সেখানে ছিলাম। অধ্যায় দেখুন |