হিতোপ 8:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 কাঞ্চন ও নির্মল সুবর্ণ অপেক্ষাও আমার ফল উত্তম, উৎকৃষ্ট রৌপ্য হইতেও আমার উপস্বত্ব উত্তম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 সোনা ও খাঁটি সোনার চেয়েও আমার ফল উত্তম, উৎকৃষ্ট রূপার চেয়েও আমার উপহার উত্তম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আমার ফল খাঁটি সোনার চেয়েও সেরা; আমি যা উৎপাদন করি তা অসাধারণ রুপোকেও ছাপিয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমার অবদান নিখাদ সোনার চেয়ে শুদ্ধ খাঁটি রূপোর চেয়েও আমার উপহার শ্রেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কাঞ্চন ও নির্ম্মল সুবর্ণ অপেক্ষাও আমার ফল উত্তম, উৎকৃষ্ট রৌপ্য হইতেও আমার উপস্বত্ব উত্তম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমি যে সব জিনিস দিই তা খাঁটি সোনার চেয়েও ভালো এবং আমার উপহারসমূহ খাঁটি রূপোর চেয়েও ভালো। অধ্যায় দেখুন |