হিতোপ 8:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আমার শাসনই গ্রহণ কর, রৌপ্য নয়, উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আমার শাসনই গ্রহণ কর, রূপা নয়, উৎকৃষ্ট সোনার চেয়ে জ্ঞান ভাল করতে আগ্রহী হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 রুপোর পরিবর্তে আমার নির্দেশ, উৎকৃষ্ট সোনার পরিবর্তে বরং জ্ঞান মনোনীত করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 রূপোর বদলে গ্রহণ কর আমার উপদেশ, বিশুদ্ধ সোনা নয়, বেছে নাও জ্ঞান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আমার শাসনই গ্রহণ কর, রৌপ্য নয়, উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 আমার অনুশাসন গ্রহণ কর। তার মূল্য রূপার চেয়েও বেশী। সেটি উৎকৃষ্টতম সোনার চেয়েও মূল্যবান। অধ্যায় দেখুন |