হিতোপ 7:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়া আপন শয্যা আমোদিত করিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে আমার বিছানা আমোদিত করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আমার বিছানাটি আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে সুবাসিত করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সুবাসিত করেছি সে শয্যা আতর, অগুরু আর দারুচিনির মধুর সুবাসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়া আপন শয্যা আমোদিত করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আমি আমার শয্যার ওপর মস্তকি, ঘৃতকুমারী ও দারুচিনির সুগন্ধি ছড়িয়েছি! অধ্যায় দেখুন |