Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

14 ‘আমাকে মঙ্গলার্থক বলিদান করিতে হইয়াছে, অদ্য আমি আমার মানত পূর্ণ করিয়াছি;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 ‘আমাকে মঙ্গল-কোরবানীদান করতে হয়েছে, আজ আমি আমার মানত পূর্ণ করেছি;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 “আজ আমি আমার ব্রত পূরণ করেছি, ও ঘরে আমার মঙ্গলার্থক বলি থেকে খাবার সরিয়ে রেখেছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 আমি আজ স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করেছি, পূর্ণ করেছি আমার মানত,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 ‘আমাকে মঙ্গলার্থক বলিদান করিতে হইয়াছে, আজ আমি আপন মানত পূর্ণ করিয়াছি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 “আমাকে আজ মঙ্গলার্থক বিসর্জন দিতে হয়েছে। আমি আমার মানত পূর্ণ করেছি।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:14
11 ক্রস রেফারেন্স  

দুষ্টদের বলিদান ঘৃণাস্পদ, দুষ্টমনে আনীত হইলে তাহা আরও ঘৃণার্হ।


আর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গের জন্য আনীত মঙ্গলার্থক বলির এই ব্যবস্থা।


পরে লোকেরা যীশুকে কায়াফার নিকট হইতে রাজবাটীতে লইয়া গেল; তখন প্রত্যুষকাল; আর তাহারা যেন অশুচি না হয়, কিন্তু নিস্তারপর্বের ভোজ ভোজন করিতে পারে, এই জন্য আপনারা রাজবাটীতে প্রবেশ করিল না।


শান্তিযুক্ত এক শুষ্ক গ্রাসও ভাল, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ গৃহ ভাল নয়।


দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ; কিন্তু সরলদের প্রার্থনা তাঁহার সন্তোষজনক।


তাই তোমার সহিত সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়াছি, সযত্নে তোমার মুখ দেখিতে আসিয়াছি, তোমাকে পাইয়াছি।


অসার নৈবেদ্য আর আনিও না; ধূপদাহ আমার ঘৃণিত; অমাবস্যা, বিশ্রামবার, সভার ঘোষণা- আমি অধর্মযুক্ত পর্বসভা সহিতে পারি না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন