হিতোপ 6:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তোমার চক্ষুকে নিদ্রা যাইতে দিও না, চক্ষুর পাতাকে মুদ্রিত হইতে দিও না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তোমার চোখকে নিদ্রা যেতে দিও না, চোখের পাতাকে বন্ধ হতে দিও না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তোমার চোখে ঘুম নেমে আসতে দিয়ো না, তোমার চোখের পাতাকে তন্দ্রাচ্ছন্ন হতে দিয়ো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 এ সময় যেন তোমার চোখে ঘুম না থাকে। চোখের পাতায় যেন তন্দ্রা না নামে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তোমার চক্ষুকে নিদ্রা যাইতে দিও না, চক্ষুর পাতাকে মুদ্রিত হইতে দিও না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 বিশ্রাম করো না এবং ঘুমিয়ো না। অধ্যায় দেখুন |