হিতোপ 6:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 যেহেতু অন্তর্জ্বালা স্বামীর চণ্ডতা, প্রতিশোধের দিনে সে ক্ষমা করিবে না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 যেহেতু অন্তর্জ্বালা স্বামীর ক্রোধ জাগিয়ে তোলে, প্রতিশোধের দিনে সে ক্ষমা করবে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 কারণ ঈর্ষা একজন স্বামীর ক্ষিপ্ততা জাগিয়ে তোলে, ও প্রতিশোধ নেওয়ার সময় সে কোনও দয়া দেখাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 কারণ ঈর্ষান্বিত স্বামীর ক্রোধ প্রচণ্ড, প্রতিশোধ গ্রহণের সময় সে তাকে ক্ষমা করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 যেহেতু অন্তর্জ্বালা স্বামীর চণ্ডতা, প্রতিশোধের দিনে সে ক্ষমা করিবে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 ওই ব্যভিচারিণীর স্বামী হিংসা ও ক্রোধে উন্মত্ত হবে। সে যখন তার স্ত্রীর প্রেমিকের প্রতি প্রতিশোধ নেবে তখন সে করুণা দেখাবে না। অধ্যায় দেখুন |