হিতোপ 6:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 কিন্তু ধরা পড়িলে তাহাকে সপ্তগুণ ফিরাইয়া দিতে হইবে, তাহার গৃহের সর্বস্বও সমর্পণ করিতে হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 কিন্তু ধরা পড়লে তাকে সাত গুণ ফিরিয়ে দিতে হবে, তার বাড়ির সর্বস্বও তুলে দিতে হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 অথচ সে যদি ধরা পড়ে, তাকেও সাতগুণ ফিরিয়ে দিতে হবে, এর জন্য যদিও বা তার বাড়ির সব ধনসম্পদ হারাতে হয়, তাও তাকে তা দিতেই হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 ধরা পড়লে তাকে সাতগুণ ক্ষতিপূরণ দিতে হবে, তার ঘরে যা আছে তাও তাকে দিতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 কিন্তু ধরা পড়িলে তাহাকে সপ্তগুণ ফিরাইয়া দিতে হইবে, তাহার গৃহের সর্ব্বস্বও সমর্পণ করিতে হইবে। অধ্যায় দেখুন |