হিতোপ 6:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 এখন, বৎস, তুমি এই কার্য কর; আপনাকে উদ্ধার কর; যখন তুমি আপন বন্ধুর হস্তগত হইয়াছ, তখন যাও, বিনত হও, বন্ধুর সাধ্যসাধনা কর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 এখন, বৎস, তুমি এই কাজ কর; নিজেকে উদ্ধার কর; যখন তুমি তোমার বন্ধুর হস্তগত হয়েছ, তখন যাও, বিনত হও, বন্ধুর সাধ্যসাধনা কর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তাই হে আমার বাছা, নিজেকে মুক্ত করার জন্য তুমি এরকম করো, যেহেতু তুমি তোমার প্রতিবেশীর হাতে গিয়ে পড়েছ: যাও—অবসন্ন হয়ে না পড়া পর্যন্ত— ও তোমার প্রতিবেশীকে বিশ্রাম নিতে দিয়ো না! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তাহলে বৎস, এক কাজ কর, নিজেকে উদ্ধার করতে পারবে। শোন,তুমি তোমার বন্ধুর করায়ত্ত হয়ে পড়েছ, তাই দেরী না করে তার কাছে যাও তাকে সমানে অনুরোধ করতে থাক, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 এখন, বৎস, তুমি এই কার্য্য কর; আপনাকে উদ্ধার কর; যখন তুমি আপন বন্ধুর হস্তগত হইয়াছ, তখন যাও, বিনত হও, বন্ধুর সাধ্যসাধনা কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তুমি নিজেকে ঐ ব্যক্তিটির ক্ষমতার অধীনে রেখেছ। শীঘ্র তার কাছে গিয়ে নিজেকে মুক্ত কর। তার ঋণের বোঝা থেকে তোমাকে মুক্ত করবার জন্য তার কাছে অনুরোধ জানাও। অধ্যায় দেখুন |