হিতোপ 6:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক, এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 কেননা হুকুম প্রদীপের মত ও শিক্ষা আলোর মত, এবং শিক্ষাজনক তিরস্কার জীবনের পথ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 কারণ এই আদেশটি এক প্রদীপ, এই শিক্ষাটি এক আলো, এবং সংশোধন ও উপদেশ— এগুলি হল জীবনের পথ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 কারণ সেই আদেশ প্রদীপ ও সেই শিক্ষা আলোক স্বরূপ, শিক্ষামূলক অনুযোগ জীবনের পথ নির্দেশ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক, এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 তোমার অভিভাবকদের আদেশ এবং শিক্ষা আলোর মত তোমাকে পথ দেখাবে। সেগুলি তোমাকে সংশোধন করবে এবং সঠিক পথ চেনার ক্ষমতা প্রদান করবে। অধ্যায় দেখুন |