হিতোপ 6:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 বৎস, তুমি যদি বন্ধুর জামিন হইয়া থাক, যদি অপরের সহিত হস্তে তালি দিয়া থাক, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 বৎস, তুমি যদি বন্ধুর জামিন হয়ে থাক, যদি অপরের সঙ্গে হাতে তালি দিয়ে থাক, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 হে আমার বাছা, তুমি যদি তোমার প্রতিবেশীর জামিনদার হয়েছ, যদি অপরিচিত কোনও লোকের ঋণ শোধ করার দায়িত্ব নিয়েছ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 বৎস,তুমি যদি তোমার বন্ধুর জামিন হয়ে থাক, কিম্বা অপরিচিত কোন ব্যক্তির জন্য দায়বদ্ধ হয়ে থাক, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 বৎস, তুমি যদি বন্ধুর জামিন হইয়া থাক, যদি অপরের সহিত হস্তে তালী দিয়া থাক, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 পুত্র, অপরের ঋণের জন্য কখনও দায়ী থেকো না। অন্য কোন ব্যক্তি তার ঋণ শোধ করতে না পারলে তুমি কি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছ? অধ্যায় দেখুন |