হিতোপ 5:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 পাছে শেষকালে তুমি অনুশোচনা কর, যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পাছে শেষকালে তুমি অনুশোচনা কর, যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 জীবনের শেষকালে পৌঁছে তুমি গভীর আর্তনাদ করবে, যখন তোমার মাংস ও শরীর ক্ষয়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 জীবনের শেষভাগে তুমি করবে অনুশোচনা, তোমার দেহ হবে ক্ষীণ,মাংস ক্ষয়প্রাপ্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পাছে শেষকালে তুমি অনুশোচনা কর, যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 পরিশেষে, তুমি দুঃখিত হবে কারণ তুমি তোমার স্বাস্থ্য নষ্ট করেছ এবং তোমার যা কিছু ছিল সব হারিয়েছ। অধ্যায় দেখুন |