হিতোপ 4:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 প্রজ্ঞা উপার্জন কর, সুবিবেচনা উপার্জন কর, ভুলিও না; আমার মুখের কথা হইতে বিমুখ হইও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 প্রজ্ঞা অর্জন কর, সুবিবেচনা আয়ত্ব কর, ভুলে যেও না; আমার মুখের কথা থেকে বিমুখ হয়ো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো; আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 প্রজ্ঞা ও বিচক্ষণতা অর্জন কর, আমার উপদেশ ভুলে যেও না, করো না অবহেলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 প্রজ্ঞা উপার্জ্জন কর, সুবিবেচনা উপার্জ্জন কর, ভুলিও না; আমার মুখের কথা হইতে বিমুখ হইও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 বিবেচনাশক্তি এবং জ্ঞান লাভ করো! কখনও আমার কথা ভুলো না। সর্বদা আমার উপদেশ মেনে চলবে। অধ্যায় দেখুন |