হিতোপ 4:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 তোমার চক্ষু সরল দৃষ্টি করুক, তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তোমার চোখ সরল দৃষ্টি করুক, তোমার চোখের পাতা সোজাভাবে সম্মুখে দেখুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তোমার চোখ সোজা সামনে তাকিয়ে থাকুক; স্থিরদৃষ্টিতে সরাসরি সামনের দিকে তাকাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তোমার দৃষ্টি হোক সহজ ও সরল, ধ্রুব লক্ষ্যে দৃষ্টি রেখে এগিয়ে চল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তোমার চক্ষু সরল দৃষ্টি করুক, তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তোমার সামনে যে সব ভালো এবং জ্ঞানগর্ভ আদর্শ রয়েছে তা থেকে মুখ ঘুরিয়ে নিও না। অধ্যায় দেখুন |