Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 4:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

14 দুর্জনদের পথে প্রবেশ করিও না, দুর্বৃত্তদের পথে চলিও না,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 দুর্জনদের পথে প্রবেশ করো না, দুর্বৃত্তদের পথে চলো না,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 দুষ্টদের পথে পা বাড়িয়ো না বা অনিষ্টকারীদের পথে হেঁটো না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 দুর্জনের পথে যেও না অসৎ লোকের পন্থা অনুসরণ করো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 দুর্জ্জনদের মার্গে প্রবেশ করিও না, দুর্বৃত্তদের পথে চলিও না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 দুষ্ট লোকরা যে পথে হাঁটে, সে পথে হেঁটো না। অসৎ‌ভাবে জীবনযাপন কোরো না। পাপীদের অনুকরণ কোরো না।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 4:14
13 ক্রস রেফারেন্স  

ধন্য সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না।


ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।


বৎস, তাহাদের সঙ্গে সেই পথে চলিও না, তাহাদের পথ হইতে তোমার চরণ নিবৃত্ত কর;


বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হইও না।


জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।


অবোধদের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ কর, সুবিবেচনার পথে চরণ চালাও।


তাহা পরিত্যাগ কর, তাহার নিকট দিয়া যাইও না; তাহা হইতে বিমুখ হইয়া অগ্রসর হও।


তুমি সেই স্ত্রী হইতে তোমার পথ দূরে রাখ, তাহার গৃহ-দ্বারের কাছে যাইও না;


সে গলিতে গেল, ঐ স্ত্রীর কোণের কাছে আসিল, তাহার বাটীর পথে চলিল।


পাছে তুমি তাহার আচরণ শিক্ষা কর, আপন প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত কর।


তুমি দুর্বৃত্ত লোকদের উপরে ঈর্ষা করিও না, তাহাদের সঙ্গে থাকিতেও বাসনা করিও না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন