হিতোপ 4:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 উপদেশ ধরিয়া রাখিও, ছাড়িয়া দিও না, তাহা রক্ষা কর, কেননা তাহা তোমার জীবন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 উপদেশ ধরে রেখো, ছেড়ে দিও না, তা রক্ষা কর, কেননা তা তোমার জীবন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 উপদেশ ধরে রেখো, তা ছেড়ে দিয়ো না; তা ভালোভাবে পাহারা দাও, কারণ তাই তোমার জীবন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যা কিছু শিখেছ সর্বদা স্মরণে রেখ, রক্ষা করো সযত্নে, জেন, এই শিক্ষাই প্রকৃত শিক্ষা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 উপদেশ ধরিয়া রাখিও, ছাড়িয়া দিও না, তাহা রক্ষা কর, কেননা তাহা তোমার জীবন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এই শিক্ষাগুলি সর্বদা মনে রেখো। এগুলি ভুলে যেও না। ওগুলি তোমার জীবন! অধ্যায় দেখুন |