হিতোপ 31:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তুমি নারিগণকে আপন শক্তি দিও না, যাহা রাজগণের বিনাশক, তাহাতে লিপ্ত হইও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তুমি নারীদেরকে নিজের শক্তি দিও না, যা বাদশাহ্দের বিনাশক, তাতে লিপ্ত হয়ো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 নারীদের পিছনে তোমার শক্তি ব্যয় কোরো না, যারা রাজাদের সর্বনাশ করে তাদের পিছনে তোমার প্রাণশক্তি নষ্ট কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 স্ত্রীলোকের পিছনে তোমার শক্তিসামর্থ্য ক্ষয় করো না। ওরা রাজাদেরও নিপাত করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তুমি নারীগণকে আপন শক্তি দিও না, যাহা রাজগণের বিনাশক, তাহাতে লিপ্ত হইও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 স্ত্রীলোকের পিছনে শক্তিক্ষয় কোরো না কারণ তারা অনেক রাজার ধ্বংসের কারণ। অধ্যায় দেখুন |