হিতোপ 31:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 বল ও সমাদর তাঁহার পরিচ্ছদ; তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 শক্তি ও সমাদর তাঁর পরিচ্ছদ; তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাসবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তিনি শক্তি ও সম্মানে আচ্ছাদিত হন; আগামী দিনগুলির কথা ভেবে তিনি সশব্দে হাসতে পারেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 চরিত্রবল ও মর্যাদা তার ভূষণ সে ভবিষ্যতের জন্য দুর্ভাবনা করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 বল ও সমাদর তাঁহার পরিচ্ছদ; তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 সে প্রশংসিত হয় এবং মানুষ তাকে সম্মান করে। সে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হয়। অধ্যায় দেখুন |