হিতোপ 31:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কটিবস্ত্র সমর্পণ করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তিনি সূক্ষ্ম কাপড় প্রস্তুত করে বিক্রি করেন, বণিকের হাতে কটিবস্ত্র তুলে দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তিনি মসিনার পোশাক তৈরি করে সেগুলি বিক্রি করেন, ও বণিকদের উত্তরীয় সরবরাহ করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 সে রেশমী পোষাক ও কোমরবদ্ধ তৈরী করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কটিবস্ত্র সমর্পণ করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তার ব্যবসায়িক দক্ষতা থাকে এবং সে বস্ত্র ও বন্ধনী তৈরী করে ব্যবসায়িকদের কাছে বিক্রি করে। অধ্যায় দেখুন |