হিতোপ 31:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না; কারণ তাঁহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তিনি নিজের পরিবারের বিষয়ে তুষারপাত থেকে ভয় পান না; কারণ তাঁর সমস্ত পরিজন লাল কাপড় পরে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তুষারপাতের সময় তাঁর পরিবারের লোকদের জন্য তাঁর কোনও ভয় হয় না; কারণ তারা সকলেই টকটকে লাল রংয়ের কাপড় পরে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তুষারপাতে সে উদ্বিগ্ন হয় না, কারণ তার বাড়ির লোকদের জন্য রয়েছে গরম জামাকাপড়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না; কারণ তাঁহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 শীতে যখন বরফ পড়ে তখন সে পরিবারের জন্য দুশ্চিন্তা করে না। সে তাদের সবাইকে ভাল গরম কাপড় দেয়। অধ্যায় দেখুন |